খালেদা জিয়ার চিকিৎসায় চীনের পাঁচ সদস্যের মেডিকেল টিম এভারকেয়ার

খালেদা জিয়ার চিকিৎসায় চীনের পাঁচ সদস্যের মেডিকেল টিম এভারকেয়ার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১৯, ১ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা প্রদানের জন্য চীনের পাঁচ সদস্যের প্রাথমিক মেডিকেল টিম সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।

এ টিম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি মূল্যায়ন করবেন। মূল চিকিৎসক দল আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় এসে সরাসরি তাঁর চিকিৎসা কার্যক্রমে অংশ নেবে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। তিনি বলেন, চীনের প্রাথমিক মেডিকেল টিম ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। মূল চিকিৎসক দল আগামীকাল এসে বিস্তারিত পরামর্শ দেবেন।

মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার চিকিৎসায় অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন রয়েছে। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশি ও বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে চেয়ারপারসনের চিকিৎসা চলছে। তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় আছেন এবং দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখযোগ্য, বিএনপির চেয়ারপারসন গত চার দিন ধরে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement