‘শুধু বিদেশ নয়, দেশেও পণ্য বাজারজাত করতে হবে’

Published : ১৩:১২, ১৪ জুলাই ২০২৪
শুধু বিদেশ নয়, দেশের বাজারেও পণ্য বাজারজাত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘বেসরকারি খাতকে উন্মুক্ত করা হয়েছে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা কতটা বাড়লো, সেটা খেয়াল রাখতে হবে তাদের। শুধু বিদেশে রপ্তানি নয়, পণ্য দেশের বাজারেও বাজারজাত করতে হবে ব্যবসায়ীদের।’
রোববার (১৪ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রপ্তানি পণ্য বহুমুখী করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখনকার কূটনীতি হবে বাণিজ্যিক। অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে। কোন দেশে কোন পণ্য রপ্তানি করা যায়, সেগুলোর বাজার খুঁজে বের করতে হবে ব্যবসায়ীদেরই।’
২০০১ থেকে ২০০৮ পর্যন্ত লুটপাট জুলুম হামলা-মামলা চলেছে এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি করাই লক্ষ্য বর্তমান সরকারের। সরকারে প্রচেষ্টায় এরইমধ্যে ৫৮ জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
আজ পণ্য রপ্তানি বাণিজ্যের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১-২২ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করা হয়।
বিডি/এম