নির্বাচন সামনে রেখে ইসির বরাদ্দ ২,৯৫৬ কোটি টাকা

Published : ২২:২০, ৬ আগস্ট ২০২৫
চলতি অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ৯৫৬ কোটি টাকা। যা গত অর্থবছরের তুলনায় প্রায় ২ হাজার কোটি টাকা বেশি।
২০২৫-২৬ অর্থবছরের বাজেট দলিল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। এর মধ্যে পরিচালন খাতে বরাদ্দ রয়েছে ২ হাজার ৭২৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ২২৯ কোটি টাকা। অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমেই ব্যয় হবে আড়াই হাজার কোটি টাকারও বেশি।
এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বুধবার (৬ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, 'নির্বাচনের জন্য যত টাকা প্রয়োজন, ততই দেওয়া হবে। এ নিয়ে কোনো সমস্যা নেই।'
প্রসঙ্গত, মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে।
এর আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ৭ জানুয়ারি, যা ছিল ২০২৩–২৪ অর্থবছরের অন্তর্গত। সেই নির্বাচনের জন্য ইসিকে বরাদ্দ দেওয়া হয়েছিল মোট ৪ হাজার ১৯০ কোটি টাকা, যার মধ্যে ৩ হাজার ৯৮১ কোটি টাকা ছিল পরিচালন ব্যয় এবং ২০৯ কোটি টাকা ছিল উন্নয়ন খাতে।
তুলনামূলকভাবে এবার বরাদ্দ কিছুটা কম হলেও আগামী নির্বাচনের প্রস্তুতি ও আয়োজন নির্বিঘ্ন করতে এ বরাদ্দ যথেষ্ট বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।