গাজীপুরে রবিবার থেকে সব ধরনের অনলাইন জিডি সেবা চালু

গাজীপুরে রবিবার থেকে সব ধরনের অনলাইন জিডি সেবা চালু

TheBusinessDaily

Published : ১৪:২২, ৩ আগস্ট ২০২৫

গাজীপুর মহানগর পুলিশের অধীনে থাকা সকল থানায় এবার থেকে সব ধরনের সাধারণ ডায়েরি (জিডি) করা যাবে অনলাইনে। আগামী রোববার, ৩ আগস্ট থেকে এই সেবা চালু হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর)-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ অনলাইনে জিডি করার সুযোগ সারা দেশে পর্যায়ক্রমে চালু করছে।

পূর্বে অনলাইনে শুধুমাত্র হারানো ও প্রাপ্তি সংক্রান্ত সাধারণ ডায়েরি করার সুযোগ থাকলেও, এখন থেকে অভিযোগমূলকসহ সব ধরনের জিডি অনলাইনে করা যাবে। গাজীপুর মহানগর পুলিশের থানাগুলো এই নতুন সুবিধার আওতায় এসেছে। দেশব্যাপী অনলাইন জিডি সেবা বিস্তৃতি বর্তমানে দেশের বেশ কয়েকটি বিভাগ ও মেট্রোপলিটন এলাকায় অনলাইন জিডি সেবা চালু আছে। এর মধ্যে রয়েছে: ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম রেঞ্জ সিলেট, চট্টগ্রাম, রংপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এই উদ্যোগের মাধ্যমে দেশের নাগরিকরা ঘরে বসেই পুলিশি সেবা পেতে সক্ষম হবেন, যা সময় ও হয়রানি উভয়ই কমাবে। কীভাবে অনলাইন জিডি করবেন? অনলাইন জিডি সেবাটি ব্যবহারের জন্য: গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ নামক অ্যাপটি ডাউনলোড করতে হবে একবার রেজিস্ট্রেশন করলেই ব্যবহার করা যাবে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই যদি কোনো ধরণের প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হন, তবে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বরে — ০১৩২০০০১৪২৮ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement