শ্রীলঙ্কার সাগরতীরে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী

শ্রীলঙ্কার সাগরতীরে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী

TheBusinessDaily

Published : ০০:২৮, ৩ আগস্ট ২০২৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া শুধুমাত্র তার অভিনয় দক্ষতার জন্যই নয়, তার ব্যক্তিত্ব ও জীবনধারার জন্যও ভক্তদের কাছে সমান জনপ্রিয়। নিয়মিত শুটিংয়ের ব্যস্ততা সামলে মাঝেমধ্যে নিজেকে কিছুটা সময় দিতে পছন্দ করেন এই অভিনেত্রী। এবার তিনি পাড়ি দিয়েছেন ভারত মহাসাগরের তীরবর্তী দ্বীপদেশ শ্রীলঙ্কায়, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, নীল জলরাশি আর শান্ত পরিবেশে কাটাচ্ছেন অবকাশযাপন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে টয়া বেশ কিছু ছবি পোস্ট করেছেন শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের সমুদ্রসৈকত আহাঙ্গামা থেকে। ছবিগুলোতে দেখা গেছে—নরম বালির উপরে খালি পায়ে হাঁটছেন তিনি, কখনো ঝুলন্ত দোলনায় চড়ে সাগরের দিকেই তাকিয়ে আছেন, আবার কখনো ক্যামেরার সামনে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিচ্ছেন। এদিন টয়ার পরনে ছিল মিন্ট গ্রিন রঙের স্ট্র্যাপড টপ এবং সাদা লং স্কার্ট, যা তার সারল্য ও স্টাইলকে এক অনন্য মাত্রা দিয়েছে।

ছবিগুলোর ক্যাপশনে টয়া লিখেছেন—“সমুদ্রের ধারে খালি পায়ে হাঁটা মানে নিজের আত্মার সঙ্গেই হাঁটা।” এই একটি লাইনেই ধরা পড়ে তার গভীর অনুভব ও প্রকৃতিপ্রীতি।

টয়ার এই ছবিগুলো মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভক্তদের অনেকে কমেন্ট করে প্রশংসায় ভাসিয়েছেন তাকে। কেউ লিখেছেন, "অসাধারণ দৃশ্য আর অসাধারণ তুমি", কেউবা মন্তব্য করেছেন, "তোমার মতো এতো স্টাইলিশ অথচ প্রাকৃতিক অভিনেত্রী খুব কমই আছে।" ভক্তদের অনেকেই তাকে শুভকামনা জানিয়েছেন, যেন তিনি বারবার এভাবে নিজেকে নতুনভাবে খুঁজে পান প্রকৃতির মাঝে।

টয়ার এমন ভ্রমণচিত্র শুধু তার ব্যক্তিগত জীবনের একটা দিকই নয়, বরং তার শিল্পীসত্তারই একটা প্রকাশ। কাজের বাইরে এমনভাবে নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দেওয়ার এই রীতি অনেক তরুণ-তরুণীর মাঝেও অনুপ্রেরণা জোগায়—ব্যস্ত জীবনে মাঝে মাঝে কিছুটা সময় শুধু নিজের জন্য রাখা যে কতটা দরকারি, তা যেন মনে করিয়ে দেয় এই মুহূর্তগুলো।

শুধু অভিনেত্রী নয়, একজন ভ্রমণপ্রেমী ও সৌন্দর্যবিলাসী মানুষ হিসেবেও যে টয়া নেটিজেনদের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন, তার প্রমাণ মিলছে প্রতিটি ছবির প্রতিক্রিয়ায়।

শু

শেয়ার করুনঃ
Advertisement