ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলাম

ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন কামরুল ইসলাম

The Business Daily

Published : ২৩:৪৮, ২ আগস্ট ২০২৫

দেশের অন্যতম জনপ্রিয় ও শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুল ইসলাম। শনিবার, ২ আগস্ট এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে এই দায়িত্ব দেয় ঢাকা পোস্টের প্রকাশক প্রতিষ্ঠান বিজয় বাংলা মিডিয়া লিমিটেড

দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানটির কর্মীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নতুন ভারপ্রাপ্ত সম্পাদককে। এ সময় কামরুল ইসলাম বলেন, “ঢাকা পোস্ট একটি জাতীয় প্ল্যাটফর্ম। পেশাগত দক্ষতা, আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে আমরা সবাই মিলে এ প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাব।” তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “সাংবাদিকতা শুধু তথ্য সরবরাহ নয়, এটি জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই সবাই মিলে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।”

মো. কামরুল ইসলাম একজন জনসংযোগ বিশেষজ্ঞ, যিনি কৌশলগত যোগাযোগ, মিডিয়া ব্যবস্থাপনা ও ব্র্যান্ডিং বিষয়ে প্রায় ৩০ বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমানে তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) হিসেবে কর্মরত আছেন।

এর আগে তিনি ইউনাইটেড এয়ারওয়েজ-এ ডেপুটি জেনারেল ম্যানেজার (পিআর ও মার্কেটিং সাপোর্ট) এবং জিএমজি এয়ারলাইন্স-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার মিডিয়া হ্যান্ডলিং, সংকট মোকাবিলা ও সোশ্যাল মিডিয়া কৌশল তৈরির দক্ষতা কর্পোরেট ও সাংবাদিক মহলে প্রশংসিত।

অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী কামরুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) থেকে পড়াশোনা শেষ করেন। তিনি একজন নিয়মিত কলাম লেখক এবং ‘Blackbox’ নামে বিমান ও পর্যটনভিত্তিক একটি বইয়ের লেখক। তার কলাম দেশের শীর্ষস্থানীয় দৈনিক ও অনলাইন পোর্টালগুলোতে নিয়মিত প্রকাশিত হয়।

২০২৪ সালে তিনি ‘অ্যাভিয়েশন পার্সোনালিটি অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি একাধিক আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন। তিনি একজন জনপ্রিয় পাবলিক স্পিকার, যিনি নিয়মিতভাবে টিভি টক শো, বক্তৃতা, এবং যোগাযোগ বিষয়ক সেমিনার-এ অংশগ্রহণ করেন।

কামরুল ইসলাম একজন দক্ষ সংগঠক হিসেবেও সুপরিচিত। তিনি জাতীয় প্রেস ক্লাবের সদস্য, এবং ১৯৯৪-৯৫ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু)-এর জেনারেল সেক্রেটারি (জিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন সাস্ট ক্লাব লিমিটেড-এর সাবেক প্রেসিডেন্ট (২০১৯-২১)। মো. কামরুল ইসলামের পেশাদার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও যোগাযোগ দক্ষতা ঢাকা পোস্টের আগামীর পথচলাকে আরও গতিশীল ও সৃজনশীল করে তুলবে বলে ধারণা করছেন মিডিয়া বিশ্লেষকরা। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও শক্তিশালী ও জনআস্থার একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement