সিনেমার ডাবিং করেও পারিশ্রমিক পাননি: পরিচালক মেহেদী হাসান হৃদয়ের

সিনেমার ডাবিং করেও পারিশ্রমিক পাননি: পরিচালক মেহেদী হাসান হৃদয়ের

TheBusinessDaily

Published : ১৮:২৭, ৩ আগস্ট ২০২৫

ঢাকা, ৩ আগস্ট: ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এবার এই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে পারিশ্রমিক না দেয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল। যদিও দোয়েল সরাসরি সিনেমাটিতে অভিনয় করেননি, তবে তিনি ছবির নায়িকা ইধিকা পালের কিছু দৃশ্যের ডাবিংয়ে অংশ নিয়েছিলেন। ডাবিংয়ের কাজ সম্পন্ন করলেও এখনও পর্যন্ত কোনো পারিশ্রমিক পাননি বলে জানিয়েছেন তিনি।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দোয়েল বলেন, “হৃদয় ভাইয়ের সহকারী আমাকে ফোন করে বলেন, সেন্সর বোর্ডে সিনেমা জমা দিতে হলে দ্রুত ডাবিং করতে হবে। আমি কাজ করতে রাজি হই এই শর্তে যে, স্পট পেমেন্ট দিতে হবে। কিন্তু কাজ শেষে কোনো টাকা দেয়া হয়নি। কয়েকবার ফোন করেও পরিচালকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।” দোয়েল আরও বলেন, “এই টাকার পরিমাণ আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটা সম্মানজনক আচরণের প্রশ্ন। কোটি টাকার সিনেমা বানানো হচ্ছে, বিদেশ থেকে টেকনিশিয়ান আনা হচ্ছে, অথচ দেশের শিল্পীদের ন্যায্য পারিশ্রমিক দেয়া হচ্ছে না—এটা অত্যন্ত লজ্জাজনক।” তিনি পরিচালক ও তার সহকারীদের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন।

তার ভাষায়, “রাত ১২টায় ফোন করে কাজ করতে বলবে, কিন্তু টাকা দেবে না—এটা কোনো পেশাদার আচরণ নয়।” অন্যদিকে অভিযোগের বিষয়ে সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমকে বলেন, “আমি জানতাম না কোনো শিল্পীর পেমেন্ট বাকি রয়েছে। অপরিচিত নম্বর থেকে কল আসায় ফোন ধরিনি, দোয়েল আপার নম্বরও আমার কাছে নেই।

যদি টেক্সট করতেন, তাহলে হয়তো যোগাযোগ হতো।” তিনি আরও বলেন, “এই সিনেমায় বাংলাদেশ থেকে শুধু আজাদ ভাই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, বাকিরা সবাই ভারতের। ডাবিং বা পেমেন্ট সংক্রান্ত কোনো বিষয় আমার সঙ্গে সরাসরি আলোচনা হয়নি।” ঘটনার এই বিবরণ প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে সিনেমা সংশ্লিষ্টদের পেশাদারিত্ব নিয়েও নানা প্রশ্ন উঠছে। শিল্পীদের সম্মান ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার দাবিও জোরালোভাবে উঠে আসছে।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement