নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে আন্তর্জাতিক আদালতের দারস্ত হবে বিএনপি

নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে আন্তর্জাতিক আদালতের দারস্ত হবে বিএনপি

The Business Daily Desk

Published : ১৯:১১, ১০ আগস্ট ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আদালতের সহায়তা নেওয়ার কথা জানান। তিনি বলেন, পদ্মাসহ অন্যান্য নদীর পানি নিয়ন্ত্রণ বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয় হওয়ায় এটি রক্ষা করার জন্য দল প্রয়োজনে সর্বোচ্চ আন্তর্জাতিক আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, দলকে জনগণের কাছাকাছি নিয়ে যেতে হবে এবং মানুষের আস্থা অর্জন করতে হবে। জনগণের বিশ্বাস ও ভালোবাসাই দলকে শক্তিশালী করবে এবং সরকারের পাশাপাশি জনগণের সেবা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, ক্ষমতায় আসার পর বাংলাদেশে দক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং শিক্ষার আলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া হবে। আগামী প্রজন্মের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তোলাই দলের অন্যতম লক্ষ্য।

তারেক রহমান বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কারের দাবি নিয়ে বলেন, ‘বিএনপি দীর্ঘদিন ধরেই দেশ সংস্কারের কথা বলেছে। আমাদের দল দুরদর্শিতার প্রমাণ রেখেছে এবং ভবিষ্যতেও দেশের কল্যাণে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করবে।’

তিনি গত সরকারের গুম, খুন এবং হত্যাকাণ্ডের রাজনীতি তুলে ধরে বলেন, ‘স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করেছে। স্বৈরাচার দেশের অর্থনীতি, স্বাস্থ্যখাত এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করেছে, যা পুনর্গঠন করতে আমরা প্রস্তুত।’

তারেক রহমান বলেন, বিএনপি গণতন্ত্র, সমতা ও স্বচ্ছতায় বিশ্বাসী একটি দল এবং দেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করে যাবে। আগামী দিনে দল দেশ ও জনগণের জন্য নতুন দিগন্ত খুলে যাবে বলে তার বিশ্বাস।

BD/Z

শেয়ার করুনঃ
Advertisement