আগস্টের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৭ কোটি ৫১ লাখ ডলার

আগস্টের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৭ কোটি ৫১ লাখ ডলার

The Business Daily Desk

Published : ২১:১৯, ১০ আগস্ট ২০২৫

চলতি আগস্ট মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ৬৭ কোটি ৫১ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, প্রতিদিন গড়ে প্রায় ৭ কোটি ৫০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৪৪ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৩০ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৪ লাখ ২০ হাজার ডলার।

আগস্টের ৩ থেকে ৯ তারিখে দেশে এসেছে ৬১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স, আর মাসের প্রথম ৩ দিনে এসেছে ৬ কোটি ৫ লাখ ডলার।

এর আগে গত জুলাই মাসে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। ওই মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসী আয় বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে এবং সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

BD/Z

শেয়ার করুনঃ
Advertisement