ভিউ ব্যবসার বলি হয়েছেন ভাইরাল হওয়া বৃদ্ধ দম্পতি: জানা গেল তাদের আসল পরিস্থিতি

ভিউ ব্যবসার বলি হয়েছেন ভাইরাল হওয়া বৃদ্ধ দম্পতি: জানা গেল তাদের  আসল পরিস্থিতি

TheBusinessDaily

Published : ২১:৩৪, ১০ আগস্ট ২০২৫

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বৃদ্ধ দম্পতির ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, তারা নাতির সঙ্গে সময় কাটাচ্ছেন এবং সেই ভিডিও কয়েক লাখ দর্শক দেখেছে। তবে এ ভাইরাল ভিডিওর পেছনে আরেক দিক আছে, যা সাধারণ মানুষের অজানা ছিল।  স্থানীয় সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, এই বৃদ্ধ দম্পতি নাতির ভিডিও ভিউ ব্যবসার বলি হয়েছেন। অর্থাৎ, তাদের জীবনের সাধারণ মুহূর্তগুলো ব্যবহার করে ব্যবসায়িক উদ্দেশ্যে ভিডিও তৈরি ও প্রচার করা হচ্ছে। এ থেকে প্রাপ্ত অর্থ বা সুবিধার কোনও অংশ তাদের হাতে পৌঁছায় না। এই বিষয়টি তাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

 

বৃদ্ধ দম্পতির পরিচিতরা জানিয়েছেন, তারা গৃহবন্দী জীবনযাপন করছেন এবং চিকিৎসা ও মৌলিক চাহিদা পূরণে সমস্যায় পড়েছেন। ভাইরাল হওয়ার পরও তাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি বরং তারা মানসিক চাপের মুখে পড়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার জন্য অনেক সময় অসহায় বা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ব্যবহার করা হয়। এমন পরিস্থিতি থেকে রক্ষা পেতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা দরকার।

 

সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর উচিত এসব বিষয় মনিটরিং করা এবং প্রয়োজনীয় হস্তক্ষেপ করা। সামাজিক মাধ্যমে ভাইরাল বিষয়বস্তুর পেছনে থাকা বাস্তবতা বুঝতে পারা জরুরি। সবার উচিত অসহায় মানুষের মর্যাদা রক্ষা করা এবং তাদের শোষণ থেকে বাঁচানো।এমন পরিস্থিতিতে জনগণ ও কর্তৃপক্ষের সহযোগিতায় ভবিষ্যতে এই ধরনের শোষণ বন্ধ করার প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement