দুর্গা পূজার আগে বাংলাদেশের ইলিশের আশায় ভারত

দুর্গা পূজার আগে বাংলাদেশের ইলিশের আশায় ভারত

The Business Daily Desk

Published : ১৮:৪৫, ১০ আগস্ট ২০২৫

বাংলাদেশে ইলিশ মাছের সরবরাহ ও আমদানিতে জটিলতা তৈরি হয়েছে গত কয়েক বছর ধরে। আমদানিকারকদের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সাল থেকে সরকার রপ্তানির জন্য যথেষ্ট বরাদ্দ দিলেও সময়মতো অনুমতি না দেয়ায় আমদানি কম হচ্ছে। ২০২১ সালে ৪৬০০ মেট্রিক টনের অনুমতি পেলেও মাত্র ১২০০ মেট্রিক টন আনা সম্ভব হয়। ২০২২ সালে অনুমতি ছিল ২৯০০ মেট্রিক টন, আমদানি হয়েছে ১৩০০ মেট্রিক টন এবং ২০২৩ সালে অনুমতি ৩৯৫০ হলেও আমদানির পরিমাণ ছিল মাত্র ৫৮৭ মেট্রিক টন।

পশ্চিমবঙ্গের ইলিশ আমদানিকারকরা জানাচ্ছেন, বাংলাদেশ সরকার রপ্তানি সময় নির্ধারণ করে দিচ্ছেন, কিন্তু অনুমতি দিচ্ছেন শেষ মুহূর্তে, যার কারণে পুরো বরাদ্দ আমদানি করা সম্ভব হচ্ছে না। এর ফলে বাজারে মাছের সরবরাহ কমে যাচ্ছে এবং অসন্তোষ তৈরি হচ্ছে।

ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন সরকারের কাছে পর্যাপ্ত সময় দিয়ে বরাদ্দ অনুমোদনের আবেদন জানিয়েছে, তবে গত ২৭ জুলাই পাঠানো চিঠির কোনো উত্তর এখনও মেলেনি। সেপ্টেম্বরের দুর্গাপূজা সামনে রেখে আমদানিকারকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

অন্যদিকে বাংলাদেশে ইলিশের দাম বেড়ে যাওয়ায় কিছু অংশ রপ্তানি বন্ধের দাবি তুলেছে, যা দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে পরিস্থিতি আরও জটিল করছে। তবে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনা থেকে আশার আলো দেখা যাচ্ছে, যার ভিত্তিতে আশা করা হচ্ছে শিগগিরই ইলিশের সরবরাহ স্বাভাবিক হবে।

BD/Z

শেয়ার করুনঃ
Advertisement