গাজীপুরে যেভাবে হানি ট্র্যাপের ফাঁদে ফাঁসছেন যাত্রীরা

Published : ২১:৩৮, ১০ আগস্ট ২০২৫
গাজীপুরের বিভিন্ন সড়কে যাত্রী ও পথচারীরা হানি ট্র্যাপের শিকার হয়ে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে যানবাহন চলাচলের পথে অবৈধভাবে বসানো ফাঁদ বা বাধার কারণে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা বেড়েই চলেছে। এসব হানি ট্র্যাপ মূলত দ্রুতগামী গাড়ি থামানোর উদ্দেশ্যে বা অন্য কোনো অর্থনৈতিক স্বার্থে স্থাপন করা হয় বলে জানা গেছে। স্থানীয়রা অভিযোগ করেন, পরিবহন মালিক, ঠিকাদার বা অসাধু ব্যক্তিরা অর্থের লোভে এসব ফাঁদ স্থাপন করেন। এতে পথচারী ও যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে, যেখানে বহু মানুষ আহত হন।
একাধিক যাত্রী জানান, গাড়ি থামিয়ে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এই ধরনের ফাঁদ বসানো হয়। ফলে যাত্রীরা মানসিক ও শারীরিক ভয়ভীতি ভোগ করেন। পুলিশ ও সড়ক নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা জানান, তারা এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। তবে লোকজনের সহযোগিতা ও সচেতনতা না থাকায় কাজের সফলতা সীমিত হচ্ছে। প্রশাসন এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, হানি ট্র্যাপের মতো অবৈধ ফাঁদ নির্মূল করতে সড়ক ও জনপথ বিভাগের কঠোর নজরদারি এবং জনসাধারণের অংশগ্রহণ অপরিহার্য। পাশাপাশি যাত্রীদের সচেতন করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে।
গাজীপুরের সাধারণ মানুষ আশা করছেন, নিরাপদ ও সুষ্ঠু সড়ক পরিবহন ব্যবস্থা চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন।