লাইভ চলা ফোন নিয়ে দৌড় দিল ছিনতাইকারী

লাইভ চলা ফোন নিয়ে দৌড় দিল ছিনতাইকারী কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. রাইয়ান হোসেইন। সংগৃহীত ছবি

TheBusinessDaily

Published : ১৫:২৪, ১০ আগস্ট ২০২৫

ছিনতাইকারীকে ধাওয়া করে নিজের ফোন উদ্ধার করেছেন কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. রাইয়ান হোসেইন। শনিবার (৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

রাইয়ান হোসেইন জানান, তিনি নিজের ফোন দিয়ে লাইভ করছিলেন। এমন সময় ওই ফোনটি নিয়ে দৌড় দেয় ছিনতাইকারী।

পরে ধাওয়া করে ফোনটি উদ্ধার করেন তিনি।

রাইয়ান হোসেইন বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দৌড়ে ফোন উদ্ধার করলাম। ভিডিও রেকর্ড নিচ্ছিলাম, চোখের সামনে চিলের মতো টান দিয়ে ফোনটা নিয়ে দৌড় দিল। আমিও ছাড়ার পাবলিক না, জীবন থাকতে ফোন দিব না।

মোবাইল ফোন উদ্ধার করেই ছেড়েছি।’

শেয়ার করুনঃ
Advertisement