রাজশাহীতে প্রথমবার বিপিএল ম্যাচ আয়োজনের উদ্যোগ

Published : ২০:৩৪, ১০ আগস্ট ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে এবার প্রথমবারের মতো রাজশাহীতে ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ঘরোয়া টি২০ টুর্নামেন্টে রাজশাহী দল নিয়মিত অংশ নিলেও নিজ শহরে ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় উত্তরবঙ্গের সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের আক্ষেপ ছিল। এবার সেই আক্ষেপ দূর করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও আসন্ন আসর থেকেই রাজশাহীতে বিপিএল ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুতি চলছে।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, "আমরা বিপিএল ও আন্তর্জাতিক ম্যাচগুলোকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করেছি। উত্তরবঙ্গের রাজশাহী স্টেডিয়াম এবং দক্ষিণবঙ্গের বরিশাল বা খুলনা স্টেডিয়ামে আগামী বছর থেকেই বিপিএল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।"
তিনি আরও জানান, রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়নকাজের জন্য ইতোমধ্যে বাজেট অনুমোদন হয়েছে। সেখানে ১৬টি প্র্যাকটিস পিচ, পানি নিষ্কাশন ব্যবস্থা ও নাইলন নেট স্থাপন করা হবে, যা শিগগিরই শুরু হবে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের ক্রিকেটপ্রেমীরা প্রথমবারের মতো নিজেদের শহরে বিপিএলের উত্তেজনা উপভোগের সুযোগ পাবেন।
BD/Z