গাজীপুর টঙ্গীতে পরিকল্পিত নৃশংস হত্যা, চারজন গ্রেপ্তার

গাজীপুর টঙ্গীতে পরিকল্পিত নৃশংস হত্যা, চারজন গ্রেপ্তার

The Business Daily Desk

Published : ১৮:০৫, ১০ আগস্ট ২০২৫

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় গত ৮ আগস্ট ভোরে দুটি ট্র্যাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ব্যাগ দুটি খুলে ৩৫ বছর বয়সী অলি মিয়ার ৮ টুকরো মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের মাথা টয়লেটের ফলস ছাদে পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে জানা যায়, নরসিংদী সদর উপজেলার করিমপুর এলাকার আব্দুল মোতালেবের ছেলে আপেল মাহমুদ সাদেক ও তার স্ত্রী শাওন বেগম এবং মজনু মিয়ার ছেলে সাজ্জাদ হোসেন রনি এ হত্যাকাণ্ডের মূল আসামি। তারা জানান, নিহত অলি মিয়া তাদের পারিবারিক বিষয়ে অশালীন মন্তব্য করেছিল এবং সাদেকের ভাগনেকে মারধর করেছিল। এতে ক্ষুব্ধ হয়ে তারা অলি মিয়াকে হত্যার পরিকল্পনা করেন।

হত্যাকাণ্ডের সময় অলি মিয়াকে প্রথমে রেললাইনে ট্রেনের নিচে ফেলার চেষ্টা করা হলেও ট্রেন না আসায় পরিকল্পনা পরিবর্তন করা হয়। পরে তাকে সাদেকের বাসায় ডেকে নিয়ে গলায় চাপ দিয়ে হত্যা করা হয়। এরপর লাশ ৮ টুকরো করে দুটি ব্যাগে ভরে রাস্তায় ফেলে দেয়া হয়।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম জানান, চট্টগ্রাম ও গাজীপুর থেকে পালিয়ে থাকা তিন আসামি গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বাপ্পী হোসেন নামে আরেক আসামিকে আটক করে তার দেয়া তথ্য অনুসারে মাথা ও পরিধেয় কাপড় উদ্ধার করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম কালবেলাকে বলেন, ‘আমরা বিভিন্ন দিক থেকে তদন্ত চালাচ্ছি এবং সংশ্লিষ্ট সকলের সম্পৃক্ততা যাচাই করছি।’

স্থানীয়রা এই নৃশংস হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত বিচার দাবি করছেন। মামলাটি বর্তমানে টঙ্গী পূর্ব থানায় তদন্তাধীন রয়েছে এবং র‌্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে।

BD/Z

শেয়ার করুনঃ
Advertisement