নাটোরে প্রাইভেট কার চালকের গলাকাটা হত্যায় যাত্রীর জবানবন্দি

নাটোরে প্রাইভেট কার চালকের গলাকাটা হত্যায় যাত্রীর জবানবন্দি

The Business Daily Desk

Published : ১৭:৪৪, ১০ আগস্ট ২০২৫

নাটোরের লালপুরে গত ৭ আগস্ট রাতে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে থেকে প্রাইভেট কার চালক সাইদুর রহমানের (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই গাড়ির যাত্রী তাওহিদুল ইসলামকে (২০) রক্তমাখা ছুরিসহ গ্রেপ্তার করা হয়।

শনিবার নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে তাওহিদুল হত্যার দায় স্বীকার করেন। তিনি জানান, পারিবারিক টানাপোড়েনে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং ধর্মীয় গোঁড়ামির প্রভাবে উগ্রবাদী হয়ে উঠেছিলেন। সমাজ থেকে ‘খারাপ লোক’ সরিয়ে ফেলার উদ্দেশ্যে চালক সাইদুরকে হত্যা করেছেন।

তাওহিদুলের জবানবন্দি অনুযায়ী, কুমিল্লায় কাজের সন্ধানে গিয়ে তিনি মাদক সরবরাহকারীর বিরুদ্ধে প্রতিবাদ করেন। পরে যৌনপল্লির সামনে দাঁড়িয়ে থাকা সাইদুরকে দেখে হত্যা পরিকল্পনা করেন। ৭ আগস্ট আড়াই হাজার টাকা দিয়ে সাইদুরের গাড়ি ভাড়া করে গোপালপুরে পৌঁছালে পেছন থেকে গলার ডান পাশে ছুরিকাঘাত করে তাকে হত্যা করেন। ধস্তাধস্তির সময় তাঁর শরীরেও রক্ত লেগে যায়।

হত্যাকাণ্ডের পর পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন। পুলিশ তার মানসিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

তাওহিদুলের এই হত্যাকাণ্ড সামাজিক সচেতনতা ও মানসিক স্বাস্থ্য ইস্যুতে গুরুত্ব আরোপ করেছে। মামলার তদন্ত চলছে এবং আদালতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

BD/Z

শেয়ার করুনঃ
Advertisement