দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরে অনূর্ধ্ব-২০ নারীদের চ্যালেঞ্জ বাড়ল

দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরে অনূর্ধ্ব-২০ নারীদের চ্যালেঞ্জ বাড়ল

The Business Daily Desk

Published : ২০:১২, ১০ আগস্ট ২০২৫

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বাছাইপর্বে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে ১-১ গোলে সমতায় ছিল। ম্যাচের পঞ্চদশ মিনিটে দুর্দান্ত একটি কাউন্টার অ্যাটাকে বাংলাদেশের তৃষ্ণা গোল করে দলকে এগিয়ে নেন। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের চাপ মোকাবেলা করে রক্ষণে সচেষ্ট ছিল বাংলাদেশ। গোলকিপার স্বর্ণা রানি মন্ডলের অসাধারণ সেভের কারণে বিরতিতে স্কোরলাইন ১-১ ছিল।

তবে দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া পুরোপুরি আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। বাংলাদেশের রক্ষণভাগ ভেঙে পড়ে এবং শেষ ৩ মিনিটে ৩ গোল হজম করে। এর ফলে পুরো ম্যাচে বাংলাদেশ ৬-১ গোলে পরাজিত হয়। এই জয়ে দক্ষিণ কোরিয়া গ্রুপ সেরা দল হিসেবে মূলপর্বের টিকিট নিশ্চিত করে।

বাংলাদেশের জন্য এই পরাজন চ্যালেঞ্জ হলেও দলের লড়াই আশা জাগানো। প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ মূলপর্বের টিকিটের জন্য লড়াই করা বাংলাদেশ নির্ধারিত সময়ে হার এড়ালেই ইতিহাস গড়ে ফেলবে। এখন বাংলাদেশের নজর অন্য গ্রুপের ফলাফলের দিকে, যেখানে আটটি গ্রুপ থেকে সেরা তিন রানার্সআপই মূলপর্বে খেলার সুযোগ পাবে।

দলের পিটার বাটলার কোচিং স্টাফ ও খেলোয়াড়রা ভবিষ্যতে আরও ভালো প্রস্তুতি নিয়ে নতুন করে চেষ্টা করবে বলে জানিয়েছেন। দলের খেলোয়াড়রা মাঠে আত্মবিশ্বাস নিয়ে লড়াই করেছে যা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও যুব নারী ফুটবল উন্নয়নে নজর দিতে শুরু করেছে।

এই ম্যাচের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল আরও শক্তিশালী হয়ে আগামী প্রতিযোগিতায় ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেছে।

BD/Z

শেয়ার করুনঃ
Advertisement