নেপালের ইতিহাসে প্রথম নারী হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় আপনাকে বাংলাদেশ সরকার, জনগণ এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
তিনি আরও বলেন, এই সংকটপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ সময়ে আপনার উচ্চপদে অধিষ্ঠিত হওয়া নেপালের জনগণের প্রতি আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। নেপালের দীর্ঘদিনের বন্ধু এবং প্রতিবেশী হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার দক্ষ নেতৃত্ব ও নির্দেশনায় নেপাল এবং তার জনগণ শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার পথে অগ্রসর হতে পারবে।
প্রফেসর মুহাম্মদ ইউনূস যোগ করেন, আপনার নেতৃত্বে নেপালের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যেও দেশটি উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগোতে পারবে। তিনি আশা প্রকাশ করেন, নেপাল-বাংলাদেশের সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা এই সময়েও অব্যাহত থাকবে।
সুশীলা কার্কির এই পদগ্রহণকে ইতিহাসে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এটি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রাজনৈতিক স্থিতিশীলতা ও অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।