শ্রীলেখার নিরাপত্তায় ব্যর্থ পুলিশ, আদালতের কঠোর নির্দেশ

শ্রীলেখার নিরাপত্তায় ব্যর্থ পুলিশ, আদালতের কঠোর নির্দেশ ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

কয়েকদিন আগে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বাড়ির আশপাশে কিছু পোস্টার দেখা যায়, যেখানে তাকে সামাজিক বয়কটের আহ্বান জানানো হয়। দীর্ঘদিন ধরেই বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদে সরব শ্রীলেখা শাসক দলের দুর্নীতি, শিক্ষকদের চাকরি বাতিল থেকে শুরু করে আরজিকরের নির্যাতন পর্যন্ত নানা ইস্যুতে তিনি সোচ্চার ছিলেন। আর এই কারণেই সমাজের কিছু অংশের কাছে তিনি বিতর্কিত হয়ে ওঠেন।

বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শ্রীলেখা অভিযোগ করেন, এসব পোস্টার সরানোর জন্য পুলিশকে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। শেষ পর্যন্ত তিনি আদালতের শরণাপন্ন হন।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, ওইদিন আদালত শ্রীলেখার পাশে দাঁড়ায়। নিরাপত্তা সংক্রান্ত এক মামলায় বিচারপতি তীর্থাঙ্কর ঘোষ নির্দেশ দেন, শ্রীলেখার বাড়ির সামনের সব বিতর্কিত ও অসম্মানজনক পোস্টার দ্রুত সরাতে। একইসঙ্গে স্থানীয় পুলিশকে তার নিরাপত্তা নিশ্চিত করার কঠোর নির্দেশ দেওয়া হয়।

এছাড়া সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য বা ট্রোলিংয়ের ঘটনায়ও কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে। আদালত জানায়, মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট শ্রীলেখা অভয়া হত্যার ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন। সে সময় বক্তব্য দেওয়ার পর তিনি অনলাইনে ব্যাপক ট্রোলিংয়ের শিকার হন। আর কয়েকদিনের মধ্যেই তার বাড়ির সামনে পোস্টারে লেখা হয় “শ্রীলেখা মিত্রকে সামাজিকভাবে বয়কট করা হোক।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement