জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: ড. ইউনূস

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: ড. ইউনূস ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:০১, ২৩ সেপ্টেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে। তার ভাষায়, “এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ, এ জন্য দেশ এখন পুরোপুরি প্রস্তুত।”

সোমবার নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে ড. ইউনূস এ কথা তুলে ধরেন। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে গণতন্ত্রের ধারাবাহিকতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সবধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক বাণিজ্য, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ভুয়া তথ্যপ্রবাহ রোধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে।

রোহিঙ্গা প্রসঙ্গে ড. ইউনূস কক্সবাজারের ক্যাম্পে আশ্রিত লাখো মানুষের দুর্দশার চিত্র তুলে ধরে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তা কামনা করেন। জবাবে মার্কিন বিশেষ দূত বলেন, রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহযোগিতা অব্যাহত থাকবে।

আঞ্চলিক সহযোগিতার বিষয়ে ড. ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করার পাশাপাশি আসিয়ানে যোগদানের বাংলাদেশের আগ্রহের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজার ও অর্থনীতির সঙ্গে যুক্ত হলে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। একইসঙ্গে নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সংযোগ বৃদ্ধি আঞ্চলিক প্রবৃদ্ধিকে বহুগুণ বাড়াবে।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টা মার্কিন দূতকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement