বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে বা চুপ করানো যাবে না

Published : ২৩:০৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা মন্তব্য করেছেন, বাংলাদেশে আর কোনো মানুষকে ভয় দেখিয়ে, ঘুষের মাধ্যমে প্রভাবিত করে, বা অপমান করে চুপ করানো যাবে না।
মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
ডা. তাসনিম জারা বলেন, “ওরা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করা সম্ভব হবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় স্বীকার করা নয়, বরং মর্যাদাহীনতার পথ দেখানো।
ওনারা চাইলে অপমানের রাজনীতি চালাতে পারে, কিন্তু আমরা গড়ে তুলব মর্যাদার রাজনীতি। আমাদের দৃষ্টিকোণ অনুযায়ী মর্যাদা মানে শুধুই নেতাদের সম্মান দেওয়া নয়, বরং প্রতিটি নাগরিকের মর্যাদা নিশ্চিত করা। যেমন -
একজন সাধারণ নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মানজনক সেবা পাবে।
একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়ে সেবার অধিকার পাবে।
রাজনীতিবিদরা ক্ষমতার প্রভু হয়ে নয়, মানুষের সেবক হয়ে পাশে দাঁড়াবে।
একজন নারী রাস্তায়, বাসে বা অনলাইনে হেনস্থার শিকার হবে না।
একজন ছাত্র শান্তিপূর্ণ মিছিলে গেলে গুলির ভয় ভোগ করবে না।
একজন নাগরিক নির্বিঘ্নে মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবে।
ডা. তাসনিম জারার ভাষায়, ‘আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো, বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে বা অপমান করে চুপ করানো হবে না।’
BD/AN