তিন দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের পর অবশেষে ভারতের অন্যতম শ্রেষ্ঠ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে নিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরাসরি তার হাতে সেরা অভিনেতার স্বীকৃতি তুলে দেন।
গত ১ আগস্ট বিজয়ীদের নাম ঘোষণার পর থেকেই শাহরুখ ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। ‘জওয়ান’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পান। একই বিভাগে ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য বিক্রান্ত ম্যাসিও যৌথভাবে সেরা অভিনেতার মর্যাদা অর্জন করেছেন।
এছাড়া ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন রানী মুখার্জি। এক মঞ্চে ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর দুই তারকা শাহরুখ ও রানীকে দেখে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
বিশ্লেষকদের মতে, শাহরুখের জন্য এটি কেবল একটি পুরস্কার নয়, বরং দীর্ঘ অভিনয় জীবনের এক নতুন মাইলফলক। প্রায় ৩৩ বছরের ক্যারিয়ারে কখনও তিনি ‘রাজ’, কখনও ‘রাহুল’, আবার কখনও ‘মোহন’ হয়ে জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। যদিও মাঝেমধ্যে বক্স অফিসে ব্যর্থতা ও হতাশা তাকে থামিয়ে দিয়েছিল, এমনকি নিয়েছিলেন লম্বা বিরতিও।
কিন্তু সেই বিরতিই তাকে নতুন করে গড়ে তুলেছে। বয়স ও শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে দারুণ সব অ্যাকশন দৃশ্যের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করেছেন নিজের রাজত্ব। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’-এর মতো সুপারহিট ছবির সাফল্যে তিনি দেখিয়েছেন কেন তিনি এখনো বলিউডের ‘বাদশা’। আর এই ‘জওয়ান’-ই এনে দিল তার বহু প্রতীক্ষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার।