জবি ছাত্রীদের সুবিধার জন্য স্যানিটারি ভেন্ডিং মেশিন বসালেন ছাত্রদল নেতা

জবি ছাত্রীদের সুবিধার জন্য স্যানিটারি ভেন্ডিং মেশিন বসালেন ছাত্রদল নেতা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী আবাসন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীতে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করেছেন শাখা ছাত্রদলের নেতা।

এই উদ্যোগটি নিয়েছেন শাখা ছাত্রদলের বর্তমান কমিটির আহ্বায়ক সদস্য ও জুলাই আন্দোলনের অগ্রসর সৈনিক আবু বকর খান।

মেশিনটি হলের তৃতীয় তলায় কমনরুমের পাশে বসানো হয়েছে, যেখানে শিক্ষার্থীরা স্বল্প মূল্যে সেবা নিতে পারবেন। বাজারমূল্য ১০ টাকার প্যাড এই মেশিন থেকে ৮ টাকায় এবং ৮ টাকার প্যাড পাওয়া যাবে ৬ টাকায়। অর্থাৎ প্রতিটি প্যাডে প্রায় ৩০ শতাংশ ভর্তুকি বহন করছে আবু বকর খানের উদ্যোগে প্রতিষ্ঠিত “শহিদ সাজিদ মেডি, জবি”।

এর আগে, গত জুলাই মাসে তিনি “শহিদ সাজিদ মেডি এইড, জবি” নামে একটি মেডিকেল সংগঠন প্রতিষ্ঠা করেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানাবিধ চিকিৎসা কার্যক্রম পরিচালনা শুরু করেন।

এ বিষয়ে আবু বকর খান বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মৌলিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। প্রশাসন তাদের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। তাই আমি নিজের সামান্য উদ্যোগ থেকে এই প্রচেষ্টা নিয়েছি। ভবিষ্যতেও বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে জবিয়ান শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement