বিশ্ব কারাতে চ্যাম্পিয়নশিপে তোয়াহার স্বর্ণপদক জয়

Published : ০০:০৪, ২৪ সেপ্টেম্বর ২০২৫
বিশ্ব কারাতে চ্যাম্পিয়নশিপে দুইটি পদক জিতেছেন বাংলাদেশের প্রবাসী কারাতেকা তোয়াহা আবদুল্লাহ বিন কামাল। তিনি একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জপদক অর্জন করেছেন। এই ইংল্যান্ড প্রবাসী খেলোয়াড় আজ যুক্তরাজ্যের ক্রাউলি শহরে অনুষ্ঠিত বিশ্ব মার্শাল আর্ট ইউনিয়নের আয়োজিত টুর্নামেন্টে কুমি ইভেন্টে স্বর্ণ এবং কাতা ইভেন্টে ব্রোঞ্জ জেতেন।
এছাড়া বাংলাদেশের আরও একজন খেলোয়াড় ইব্রাহিম রূপা জিতেছেন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের ১৫ সদস্যের দল কাতা ও কুমি ইভেন্টের সাতটি বিভাগে অংশগ্রহণ করেছে।
এ টুর্নামেন্টে বিশ্ব মার্শাল আর্ট ইউনিয়ন বিশ্বের সেরা ৩০ জন কারাতে কোচকে সম্মাননা দিয়েছে। এর মধ্যে একজন হলেন বাংলাদেশের মোহাম্মদ কামাল উদ্দিন জ্যাকি, যিনি ব্ল্যাক বেল্ট সপ্তম ড্যান। তিনি এর আগেও তিনটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন।
BD/AN