জামায়াতে ইসলামী সুখি-সমৃদ্ধ মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় - মো. নূরুল ইসলাম বুলবুল

Published : ২১:০৬, ২০ অক্টোবর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন,
জামায়াতে ইসলামী সুখি-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায়, জামায়াতে ইসলামী ইনসাফ ও ন্যায় বিচারের বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। মানুষের অধিকার প্রতিষ্ঠা করে বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চায়।
যেই বাংলাদেশে মানুষে-মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠীর কোনো বিভাজন থাকবে না। রাষ্ট্রের কাছে সকলেই নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার লাভ করবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো বৈষম্য থাকবে না।
সোমবার (২০ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, যুবকরাই জাতির ভবিষ্যৎ। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা কেবল যুব সমাজকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।
ক্ষমতায় যাওয়ার আগে যুব সমাজকে নানান রকম প্রলোভন দেখিয়ে ক্ষমতায় বসে দুর্নীতি-চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে যুব সমাজের কল্যাণে কিছুই করেনি।
বরং যুব সমাজকে ধ্বংস করতে তাদের হাতে মাদক আর অস্ত্র তুলে দিয়েছে। স্বাধীনতার ৫৪ বছরেও রাষ্ট্র যুব সমাজের জন্য কিছুই না করলেও যুব সমাজ রাষ্ট্রের প্রয়োজনে জীবন ও রক্ত দিয়ে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে।
বাংলাদেশের ইতিহাস- ঐতিহ্যের সাথে যুব সমাজের রক্ত লেগে আছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন, চব্বিশের জুলাই আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবকদের অবদান অনস্বীকার্য।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর উত্থাপিত, ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’, এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ’ করার ৫ দফা দাবি কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা, মেহনতি মানুষের দাবি। এই ৫ দফা দাবি আদায় হলে শ্রমজীবী, পেশাজীবী, ছাত্র-জনতা সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। ৫ দফা দাবি আদায়ের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার কবর রচনা করতে হবে।
জামায়াতে ইসলামীর উত্থাপিত এই ৫ দফা দাবি আদায় হলে আগামীতে কোনো সরকার জনগণকে শোষণ করতে পারবে না, কোনো দল প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী করতে পারবে না। মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত হবে। তাই ৫ দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে তিনি আহ্বান জানান।
এসময় তিনি বলেন, আমীরে জামায়াত ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু সার্টিফিকেট নয়, শিক্ষা জীবন শেষ হওয়ার পর সার্টিফিকেটের সাথে সাথে চাকুরীও দেওয়া হবে। যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব শূন্যের কোটায় নিয়ে আসা হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীনগর ইউনিয়ন সভাপতি মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. মোখলেশুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম। এছাড়াও সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা, সদর উপজেলা ও দেবীনগর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি/এএন