মনোনয়নপ্রত্যাশীদের চোখে জল, আবেগে ভাসলেন তারেক রহমান

মনোনয়নপ্রত্যাশীদের চোখে জল, আবেগে ভাসলেন তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫৩, ২৮ অক্টোবর ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। দল পুনর্গঠন ও প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগতভাবে নেতৃত্ব দিচ্ছেন পুরো কার্যক্রমে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়ালি এক ধারাবাহিক মতবিনিময় সভা করেন তিনি।

সভাগুলোতে নেতারা নিজেদের নির্বাচনী এলাকার পরিস্থিতি, মাঠ পর্যায়ের প্রস্তুতি এবং দলের ঐক্য ধরে রাখার কৌশল নিয়ে আলোচনা করেন। তারেক রহমান মনোযোগ সহকারে সবাইকে শোনেন এবং প্রতিটি বিভাগীয় দলের প্রতি নির্দিষ্ট দিকনির্দেশনা দেন।

ধারাবাহিক বৈঠকের শেষ পর্বে, অর্থাৎ ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ের সময় এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। নিজের মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করতে গিয়ে তারেক রহমানের কণ্ঠ ভারী হয়ে আসে।

উপস্থিত নেতাদের অনেকেই তখন আবেগ ধরে রাখতে পারেননি, কেউ কেউ অশ্রুসিক্ত হয়ে পড়েন।
তিনি বলেন, “আমার মা মৃত্যুর মুখোমুখি ছিলেন। ইচ্ছে করলে তাঁকে নিয়ে আসতে পারতাম, কিন্তু মা আপনাদের ছেড়ে আসেননি।

ছয়বার মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি দলের কর্মীদের পাশে থেকেছেন। যিনি এত ত্যাগ স্বীকার করেছেন, তাঁকে সামনে রেখে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।”

তারেক রহমান আরও বলেন, “শেখ হাসিনা আমার মাকে ৪০ বছরের বাড়ি থেকে বের করে দিয়েছে। মা তাঁর সন্তানকেও হারিয়েছেন। তবুও তিনি আপোষ করেননি। কারণ, তাঁর লক্ষ্য ছিল একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। মা জানতেন—যে আপোষ জনগণকে দূরে সরিয়ে দেবে, তা তিনি কখনোই করবেন না।”

তিনি এক পর্যায়ে একটি দৃষ্টান্ত টেনে বলেন, “দুই মায়ের মধ্যে এক সন্তানের দাবিতে বিচারক বলেছিলেন, সন্তানকে দুই ভাগ করে দেবেন। তখন আসল মা বলেছিলেন—না, তাকে ভাগ করবেন না, অন্যজনকেই দিন। কারণ, সন্তানের ক্ষতি হতে দেব না।

বিএনপিকেও সেই আসল মায়ের মতো হতে হবে—ঐক্যের স্বার্থে ত্যাগ শিখতে হবে, একে অপরকে সম্মান জানাতে হবে।”
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “তারেক রহমানের বক্তব্য ছিল অত্যন্ত অনুপ্রেরণামূলক। পুরো হলে এক নীরবতা নেমে এসেছিল।

তিনি যখন দলের ঐক্য ও মায়ের ত্যাগের কথা বলছিলেন, তখন আমরা কেউই চোখের পানি আটকাতে পারিনি। আমরা তাকে আশ্বস্ত করেছি—দলের সিদ্ধান্তই চূড়ান্ত, আমরা সবাই একসঙ্গে মাঠে নামব।”

এর আগে, গত রোববার তারেক রহমান রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

দলের উচ্চপর্যায়ের নেতাদের মতে, তারেক রহমানের এই ধারাবাহিক বৈঠক বিএনপির অভ্যন্তরে আস্থা ও ঐক্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement