স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগে ছাত্রশক্তির বিক্ষোভ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগে ছাত্রশক্তির বিক্ষোভ ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

Published : ১৭:২৭, ১৮ ডিসেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র সংগঠন ছাত্রশক্তি। আজ (বুধবার) বিকাল ৪টার দিকে শাহবাগ মোড়ে এই বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রশক্তির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক প্রতিহিংসা ও নিরপেক্ষতার অভাবের অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ দাবি করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার–ফেস্টুন বহন করেন।

সংগঠনের নেতারা বলেন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশের নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষায় তারা অযোগ্য প্রমাণিত হয়েছেন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

বক্তারা আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ না করা হলে ছাত্রশক্তি দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

বিক্ষোভ চলাকালে শাহবাগ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরএইচ/ ঢাকা

শেয়ার করুনঃ
Advertisement