রাজধানীর আবাসিক হোটেলে জাতীয় পার্টি নেতার রহস্যজনক মৃত্যু

রাজধানীর আবাসিক হোটেলে জাতীয় পার্টি নেতার রহস্যজনক মৃত্যু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০৫, ১৮ ডিসেম্বর ২০২৫

রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টির নেতা শহিদুল ইসলাম (৬৮)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাগেরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পল্টন থানার বিজয়নগর এলাকার একটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শহিদুল ইসলামের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, বুধবার (১৭ ডিসেম্বর) সকালে শহিদুল ইসলাম হোটেল বিজয়নগরের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষে ওঠেন। বৃহস্পতিবার দুপুরে ওই কক্ষের বাথরুমে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি টের পেয়ে হোটেল কর্তৃপক্ষ ও তার এক পরিচিত ব্যক্তি তাকে কক্ষ থেকে বের করেন। পরে ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে নিহতের স্বজনদের কাছ থেকে জানা গেছে, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং এর আগেও তার হার্ট অ্যাটাক হয়েছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

নিহতের ভাগনে জামাই মো. শাহিন উদ্দিন বলেন, দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও পার্টির একটি সভায় অংশ নিতে বুধবার ঢাকায় এসেছিলেন শহিদুল ইসলাম। ঢাকায় এলে তিনি সাধারণত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের পাশের হোটেল বিজয়নগরেই অবস্থান করতেন। তিনি একজন হৃদরোগী ছিলেন।

উল্লেখ্য, শহিদুল ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement