হাদীকে নিয়ে জামায়াতের সাথে যা বলবেন: ইলিয়াস হোসেন

হাদীকে নিয়ে জামায়াতের সাথে যা বলবেন: ইলিয়াস হোসেন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১৩, ১৮ ডিসেম্বর ২০২৫

প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন, প্রয়োজনে তিনি জামায়াতের নেতাদের পায়ে ধরতেও প্রস্তুত, তবে শর্ত একটাই—হাদীকে অবশ্যই ফিরে আসতে হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইলিয়াস হোসেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকা-৮ আসনে সাদিক কায়েমের নাম প্রার্থী হিসেবে আলোচনায় আসার পর ওসমান হাদী একটি পোস্ট দিয়ে সাদিক কায়েমকে স্বাগত জানান। সেই পোস্ট দেওয়ার পর হাদী কেন জানি পোস্টটির লিংক তাকে পাঠান। ইলিয়াসের ধারণা, এর মাধ্যমে হাদী হয়তো বোঝাতে চেয়েছিলেন যে সাদিক কায়েমের মতো শক্তিশালী প্রার্থীর বিপরীতে যেন জামায়াত কোনো প্রার্থী না দেয়।

ইলিয়াস হোসেন আরও লেখেন, বিষয়টি নিয়ে কোনো প্রশ্ন না করেই তিনি হাদীকে রিপ্লাই দিয়েছিলেন। সেখানে তিনি জানান, হাদীর আসনে জামায়াত যেন কোনো প্রার্থী না দেয়—এ বিষয়ে তিনি জামায়াতের সঙ্গে কথা বলবেন। তার সেই বার্তায় হাদী একটি ‘লাভ’ রিয়্যাক্ট দেন। এরপর আর কোনো কথা হয়নি। ইলিয়াস জানান, ডিসেম্বরের ৬ তারিখেই ছিল তাদের শেষ যোগাযোগ।

পোস্টের শেষ অংশে আবেগঘন ভাষায় ইলিয়াস হোসেন লেখেন, “হাদী ভাই, দরকার হলে আমি জামায়াতের নেতাদের পায়ে ধরব, কিন্তু তুই অবশ্যই ফিরে আসবি। প্লিজ ভাই, আবার আগের মতো আমাকে ফোন করবি, টেক্সট করবি, আবদার করবি। প্রোগ্রামের সূচি পাঠাবি—আমি ইনশাআল্লাহ আমার পেজে শেয়ার করব।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement