জুমার নামাজের পর হাদির জন্য খাস দিলে দোয়া করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
Published : ১৯:১৯, ১৮ ডিসেম্বর ২০২৫
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আপনারা সবাই আমাদের ছোট ভাই ওসমান হাদির জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আগামীকাল জুমার নামাজের পর বিশেষভাবে তার জন্য দোয়া করবেন। খাস দিলে দোয়া করবেন।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “শুধু মুসলমান নয়, অন্য ধর্মাবলম্বীদেরও তার জন্য দোয়া করতে বলবেন। এই মুহূর্তে দোয়াই তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আপনারা আন্তরিকভাবে দোয়া করলে ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন।”
এ সময় সাংবাদিকরা ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারের অগ্রগতি এবং পদত্যাগ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে দেশজুড়ে উদ্বেগ ও দোয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিডি/এএন




























