শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের দায়িত্ব নেবে সরকার : প্রধান উপদেষ্টা

শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের দায়িত্ব নেবে সরকার : প্রধান উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৪১, ১৮ ডিসেম্বর ২০২৫

শহীদ শরীফ ওসমান হাদির পরিবারের সার্বিক দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে। তাঁর পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সম্মান ও নিরাপত্তা দেওয়া হবে।

প্রধান উপদেষ্টা বলেন, “শহীদ হাদির আত্মত্যাগ নতুন বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁর পরিবার রাষ্ট্রের কাছে একা নয়। সরকার তাঁদের ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য কল্যাণমূলক বিষয়ে পূর্ণ দায়িত্ব নেবে।”

বিবৃতিতে আরও বলা হয়, শহীদ হাদির পরিবারের জন্য প্রযোজ্য সব ধরনের সরকারি সুযোগ-সুবিধা দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর স্মৃতি সংরক্ষণে উপযুক্ত রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement