তারেক রহমান ট্রাভেল পাসের জন্য আবেদন

তারেক রহমান ট্রাভেল পাসের জন্য আবেদন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:১৩, ১৮ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন করতে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ট্রাভেল পাসের ফরম তিনি পূরণ করে অন্য একজনের মাধ্যমে হাইকমিশনে পাঠিয়েছেন। সম্প্রতি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় নিজেই ঘোষণা করেছেন, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। এর আগে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে জানিয়েছেন, লন্ডন থেকে দেশে ফেরার দিন ঠিক করা হয়েছে ২৫ ডিসেম্বর।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরবেন। বিমানটি ঢাকায় অবতরণ করবে বেলা ১১টা ৫৫ মিনিটে। তার সঙ্গে তাঁর একমাত্র মেয়ে জাইমা রহমানও থাকবেন এবং তারা সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement