১০ দিনের মধ্যে হা দি হ ত্যা মা ম লা র তদন্ত প্রতিবেদন দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০ দিনের মধ্যে হা দি হ ত্যা মা ম লা র তদন্ত প্রতিবেদন দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

Published : ১৬:২২, ২৮ ডিসেম্বর ২০২৫

আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “হাদি হত্যা মামলাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তদন্ত কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।”

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন।

দ্রুত বিচার ও প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে টানা আন্দোলন চলছে। সরকারের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের এই ঘোষণা আন্দোলনরত পক্ষগুলোর মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement