জামায়াতের সঙ্গে এনসিপি ও এলডিপির নির্বাচনী সমঝোতা ।
Published : ২০:১৫, ২৮ ডিসেম্বর ২০২৫
জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী সমঝোতায় যুক্ত হয়েছে।
একই সমঝোতায় কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-ও যোগ দিয়েছে রোববার (তারিখ) বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, মূল আট দল একসঙ্গে থাকলেও নতুন করে দুটি রাজনৈতিক দল জোটে যুক্ত হয়েছে। এ দুটি দল হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জামায়াতের আমির বলেন,
“বিভিন্ন আসনে পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে এই নির্বাচনী সমঝোতা হয়েছে।” তিনি আরও জানান, ভবিষ্যতে আরও কিছু রাজনৈতিক দল এই সমঝোতায় আগ্রহ প্রকাশ করেছে, তবে এই মুহূর্তে সেগুলো বাস্তবায়ন সম্ভব হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপি ও এলডিপির যুক্ত হওয়ায় জোটটি নির্বাচনী মাঠে আরও শক্তিশালী অবস্থান নিতে পারবে। পাশাপাশি আসন ভাগাভাগি নিয়ে সম্ভাব্য জটিলতা মোকাবিলায় এই সমঝোতা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
বিডি/এএন




























