ঢাকা-১৭ আসনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান, মনোনয়ন ফরম সংগ্রহ

ঢাকা-১৭ আসনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান, মনোনয়ন ফরম সংগ্রহ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০০, ২৮ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ লক্ষ্যে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

রোববার বেলা ১১টা ২৬ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেলা ১১টার দিকে তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।

বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে যে তিনটি আসন শুরুতে দলটি খালি রেখেছিল, তার একটি ছিল ঢাকা-১৭। গুলশান, বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত এই আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

এর আগে এই আসনে বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা আলোচনায় ছিল। তিনি ইতোমধ্যে ঢাকা-১৭ আসনে ব্যাপক প্রচার-প্রচারণাও চালান। তবে সাম্প্রতিক সিদ্ধান্তে পরিবর্তন আসে।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। একই সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতারা তাঁকে এই আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানান। বিষয়টি জানার পর তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন।

এদিকে বিএনপি সূত্র আরও জানায়, তারেক রহমান শুধু ঢাকা-১৭ আসন নয়, বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচনে অংশ নেবেন। এর মাধ্যমে আসন্ন নির্বাচনে একাধিক গুরুত্বপূর্ণ আসনে তারেক রহমানের প্রার্থিতা নিশ্চিত হলো।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement