ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত সমঝোতার অংশ হিসেবে প্রাথমিকভাবে ঢাকা-১৭ আসনটি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি।
সেই অনুযায়ী ওই আসনে পার্থ বেশ কিছুদিন ধরেই নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে রাজনৈতিক হিসাব-নিকাশে নতুন মোড় এনে রোববার (২৮ ডিসেম্বর) হঠাৎ করেই ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে ইতোমধ্যে মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে।
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আন্দালিভ রহমান পার্থ দেশের একটি গণমাধ্যমকে বলেন, তারেক রহমানই এই আসনের জন্য সবচেয়ে যোগ্য ও শক্তিশালী প্রার্থী। তিনি বলেন, “ঢাকা-১৭ আসনের বেস্ট প্রার্থী তারেক ভাই। তার প্রতি সম্মান রেখেই আমি এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি।”
পার্থ আরও জানান, তিনি ইতোমধ্যে ভোলা-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমাও দিয়েছেন। অর্থাৎ ঢাকা-১৭ আসন ছেড়ে দিয়ে তিনি ভোলা-১ আসনে নির্বাচনী লড়াইয়ে নামছেন।
এদিকে, ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রার্থিতার বিষয়টি আনুষ্ঠানিক রূপ দিতে রোববার সকাল ১০টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হন। সেখানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
সব মিলিয়ে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রার্থী হওয়া রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।






























