দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়ক ও সংগীত প্রযোজক এমসি মংকে কেন্দ্র করে আবারও বিতর্ক দানা বেঁধেছে।
কোরিয়ার একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে, বিনোদনভিত্তিক প্রতিষ্ঠান ওয়ান হানড্রেডের প্রধান নির্বাহী কর্মকর্তা চা গা-ওনের সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। কোরীয় দৈনিক হ্যানকুকইলবোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এই গুঞ্জনের খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
প্রতিবেদনগুলোতে বলা হয়, বিবাহিত নারী চা গা-ওনের সঙ্গে এমসি মংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অভিযোগ অনুযায়ী, এই সম্পর্কের সূত্রে চা গা-ওন তাকে একাধিকবার বিপুল অঙ্কের অর্থ সহায়তা করেছেন এবং বিলাসবহুল গাড়িসহ দামি উপহার দিয়েছেন। এ ছাড়া দুজনের মধ্যে হওয়া ব্যক্তিগত কথোপকথনের কিছু কথিত অডিও রেকর্ড সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করা হয়, যা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
তবে এসব অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন এমসি মং। প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, তার বিরুদ্ধে যেসব প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, তার সম্মান ক্ষুণ্ন করার জন্য ইচ্ছাকৃতভাবে এসব তথ্য ছড়ানো হচ্ছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফাঁস হওয়া কথোপকথনের রেকর্ড সম্পর্কে এমসি মং বলেন, এগুলো সম্পাদিত ও বানানো। তার ভাষ্য অনুযায়ী, রেকর্ডগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
প্রসঙ্গত, এমসি মং ও চা গা-ওন ২০২৩ সালে যৌথভাবে ওয়ান হানড্রেড প্রতিষ্ঠা করেন। তবে চলতি বছরের জুন মাসে এমসি মং প্রতিষ্ঠানটির কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেন। এ বিষয়ে তিনি ব্যাখ্যা দেন, চা গা-ওনের সঙ্গে তার সম্পর্ক ছিল একান্তই পেশাদার এবং কোম্পানির সুনাম ও স্বার্থ রক্ষার জন্যই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
এদিকে, আলাদা এক বিবৃতিতে ওয়ান হানড্রেড কর্তৃপক্ষও বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির দাবি, অভ্যন্তরীণ তদন্তে অনলাইনে ছড়িয়ে পড়া কথোপকথনের রেকর্ড সম্পাদিত ও বিকৃত বলে প্রমাণ মিলেছে।
ওয়ান হানড্রেড আরও জানায়, তাদের শিল্পী ও ব্যবস্থাপনার বিরুদ্ধে বিদ্বেষমূলক অপপ্রচার এবং মিথ্যা তথ্য ছড়ানো হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। একই সঙ্গে তারা সাধারণ মানুষকে ভিত্তিহীন গুজব ও অনুমাননির্ভর সমালোচনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।


































