খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জাতিসংঘের

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জাতিসংঘের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৫, ৩০ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এই শোক জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও সম্মানিত রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীরভাবে শোকাহত। এই বেদনাবিধুর সময়ে সংস্থাটি মরহুমার পরিবার, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতিও সংহতি জানানো হয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)ও। তাদের শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশের জনগণের প্রতি তারা গভীর সমবেদনা জানাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা দিয়েছে চীনও।

এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে তার মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement