বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি এ অনুভূতি প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন তার জীবনের সব ভুল-ত্রুটি ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
তিনি আরও লেখেন, এই বেদনাবিধুর সময়ে মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি তিনি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছেন।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।


































