খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী :জয়শঙ্কর

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী :জয়শঙ্কর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২৫, ৩০ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফর করবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সফরকালে তিনি খালেদা জিয়ার জানাজা ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিষয়টি নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্র।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মৃত্যুবরণ করেন। তার প্রয়াণে দেশের রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।

খালেদা জিয়ার মৃত্যুতে ভারত, পাকিস্তান, চীন, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, কূটনৈতিক মিশন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো একের পর এক শোকবার্তা পাঠিয়েছে।

শোকবার্তাগুলোতে তার দীর্ঘ রাজনৈতিক জীবন, নেতৃত্বগুণ এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তার ভূমিকার কথা স্মরণ করা হয়েছে।রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এমন উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা ও শেষ শ্রদ্ধা অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement