বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী জানান, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি লেখেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির পথচলায় গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ভূমিকা রেখে গেছেন।
রাহুল গান্ধী আরও বলেন, এই শোকাবহ সময়ে মরহুমার পরিবার, তার রাজনৈতিক সহযোদ্ধা ও সমর্থক এবং বাংলাদেশের জনগণের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন।
































