বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত এক শোকবার্তায় শাহবাজ শরীফ বলেন, বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। এই সংবাদ তাকে অত্যন্ত ব্যথিত করেছে।
শোকবার্তায় তিনি উল্লেখ করেন, বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়া আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়া পাকিস্তানের একজন আন্তরিক ও নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন, যিনি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও জানান, এই শোকের মুহূর্তে তার সরকার এবং পাকিস্তানের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। তিনি বলেন, এই কঠিন সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা বেগম খালেদা জিয়ার পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
































