বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক শোকবার্তায় নরেন্দ্র মোদি জানান, ঢাকায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে তিনি অত্যন্ত মর্মাহত ও শোকাহত।
তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে মহান আল্লাহ যেন তাদের সবাইকে ধৈর্য, শক্তি ও সান্ত্বনা দান করেন।
শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছেন, যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
নরেন্দ্র মোদি আরও বলেন, ২০১৫ সালে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের স্মৃতি তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। সেই সাক্ষাৎ ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা ও উত্তরাধিকার ভবিষ্যতেও ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অংশীদারত্বকে পথ দেখাবে।
বার্তার শেষাংশে ভারতের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন।
































