যা নেওয়া যাবে না খালেদা জিয়ার জানাজায়

যা নেওয়া যাবে না খালেদা জিয়ার জানাজায় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১৩, ৩০ ডিসেম্বর ২০২৫

সবকিছু স্বাভাবিক থাকলে আগামীকাল বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় জানানো হয়েছে, জানাজায় অংশগ্রহণকারীদের সঙ্গে কোনো ধরনের ব্যাগ, প্যাকেট বা ভারী সামগ্রী বহন করা যাবে না। পাশাপাশি দাফনের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করা হবে বিধায় সেখানে সাধারণ জনগণের প্রবেশের সুযোগ থাকবে না।

সূত্র জানায়, আনুমানিক বেলা সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এছাড়া জানাজার দিন বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে, গত ২৩ নভেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। শেষ সময় পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement