তারেক রহমানের আবেগঘন পোস্টে খালেদা জিয়া স্মরণ
Published : ১৫:৩৮, ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার কাছে দোয়া চেয়েছেন।
তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার দুপুরে দেওয়া একটি পোস্টে বলেন, তার মা সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। তারেক রহমান লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তারেক রহমান আরও বলেছেন, অনেকের কাছে খালেদা জিয়া দেশনেত্রী ও গণতন্ত্রের মা হিসেবে পরিচিত ছিলেন। তিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনন্ত অবদান রেখে গেছেন।
তারেক রহমানের মতে, তার মা শুধু রাজনৈতিক নেত্রীই ছিলেন না, বরং একজন মমতাময়ী মা, যিনি পুরো জীবন উৎসর্গ করেছেন দেশের মানুষের কল্যাণ ও স্বাধীনতার জন্য। তিনি স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন।
তারেক রহমান আরও জানিয়েছেন, তার মা পরিবারের সত্যিকারের অভিভাবক ছিলেন। কঠিন সময়েও তিনি পরিবারের সদস্যদের শক্তি ও প্রেরণা জুগিয়েছেন। বারবার গ্রেফতার ও চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেমের পরিচয় দিয়েছিলেন।
তিনি বলেন, দেশের জন্য তার মা স্বামী ও সন্তান হারিয়েছেন, তাই এই দেশ ও দেশের মানুষই ছিল তার পরিবার ও অস্তিত্ব। তিনি রেখে গেছেন জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তারেক রহমান শেষবার সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং দেশের মানুষের আবেগ ও শ্রদ্ধার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিডি/এএন




























