রাষ্ট্রীয় শোক চলাকালে রাজধানীতে আতশবাজি, পটকা ও ফানুস নিষিদ্ধ
Published : ২২:৪৭, ৩০ ডিসেম্বর ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে রাজধানী ঢাকায় সকল ধরনের আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে আগামী তিন দিন ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়াও রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে উন্মুক্ত স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
একই সঙ্গে উচ্চ শব্দে যানবাহনের হর্ন বাজানো কিংবা জনভোগান্তি সৃষ্টি করে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাষ্ট্রীয় শোকের মর্যাদা রক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
বিডি/এএন



























