ভবিষ্যৎ প্রেম নিয়ে সুনেরাহ কামালের আবেগী প্রত্যাশা

ভবিষ্যৎ প্রেম নিয়ে সুনেরাহ কামালের আবেগী প্রত্যাশা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:২৯, ৩১ ডিসেম্বর ২০২৫

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল কাজের পাশাপাশি নিজের ভাবনা, অনুভূতি ও ব্যক্তিগত উপলব্ধি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে বেশ সক্রিয়।

অভিনয়ের বাইরে জীবন, সম্পর্ক ও ভালোবাসা নিয়ে তার চিন্তাভাবনাও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সম্প্রতি ‘ন ডরাই’ খ্যাত এই অভিনেত্রী তার ফেসবুক হ্যান্ডেলে ভালোবাসা ও জীবনসঙ্গীকে ঘিরে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন, যা নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

তার সেই লেখায় ফুটে উঠেছে সম্পর্কের জটিলতা, মানসিক টানাপোড়েন থেকে মুক্তির আকাঙ্ক্ষা এবং প্রকৃত ভালোবাসা পাওয়ার এক গভীর প্রত্যাশা। সুনেরাহ তার পোস্টে লিখেছেন, তিনি প্রার্থনা করেন—মানুষের জীবনে যেন আর কখনো এমন কারও প্রতি মায়া জন্ম না নেয়, যে আদতে তার জন্য উপযুক্ত নয়। এই কথার মধ্য দিয়ে তিনি ভুল মানুষকে ভালোবাসার যন্ত্রণা ও সেই অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসার ইচ্ছার কথাই প্রকাশ করেছেন।

ভবিষ্যতের ভালোবাসার মানুষটির কাছে নিজের প্রত্যাশার কথাও অকপটে তুলে ধরেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, এমন এক ভালোবাসার দেখা পাওয়ার কামনা করেন, যা মানুষকে সত্যিকারের হাসি উপহার দেবে; যেখানে সম্পর্কের শুরুতে যে মোহ আর আবেগ থাকে, তা কখনো ম্লান হয়ে যাবে না। একই সঙ্গে সেই ভালোবাসায় থাকবে অটুট বিশ্বাস ও নিঃশর্ত আনুগত্য।

নিজের ব্যক্তিত্বের ভেতরের দুই ভিন্ন দিকের কথাও উল্লেখ করেছেন সুনেরাহ। তার ভাষায়, তিনি চান এমন একজন মানুষ, যিনি তার ভেতরের চঞ্চল, উচ্ছল শিশুটিকেও সমানভাবে ভালোবাসবেন, আবার তার পরিণত, সংবেদনশীল মনকেও যথাযথ সম্মান ও মূল্য দেবেন। এমন এক সম্পর্কের স্বপ্ন দেখেন তিনি, যেখান থেকে বেরিয়ে আসার জন্য কখনো ‘সেরে ওঠার’ প্রয়োজন হবে না—বরং যে ভালোবাসা হবে নিরাপদ, শান্ত ও পরিপূর্ণ।

উল্লেখ্য, সুনেরাহ বিনতে কামালের শিল্পীজীবনের শুরুটা নাচের মাধ্যমে। মাত্র আড়াই বছর বয়সে তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখা শুরু করেন। পরবর্তীতে থিয়েটারেও অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করেন তিনি। চলচ্চিত্র জগতে তার যাত্রা শুরু হয় স্টার সিনেপ্লেক্স প্রযোজিত আলোচিত ছবি ‘ন ডরাই’-এর মাধ্যমে, যা তাকে দর্শকের কাছে নতুন করে পরিচিত করে তোলে। এরপর থেকে অভিনয়ের পাশাপাশি নিজের অনুভূতি ও জীবনদর্শন প্রকাশেও তিনি হয়ে উঠেছেন এক স্বতন্ত্র কণ্ঠস্বর।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement