বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা ত্যাগ করেছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তিনি ঢাকা ছাড়েন। ঢাকায় অবস্থিত ভুটান দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়েন পো ডিএন ডুঙ্গেল স্বল্প সময়ের সফরে ঢাকায় আসেন। জানাজায় অংশ নেওয়া ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আজ সকালে নিজ দেশে ফিরে যান।
এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) রাষ্ট্রীয় শোকের আনুষ্ঠানিকতা শেষ হবে।



























