বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দল থেকে ভোটের টিকিট না পেলেও আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্রের সঙ্গে তিনি হলফনামাও দাখিল করেছেন, যাতে তার সম্পত্তি ও আয়ের বিস্তারিত তথ্য উল্লেখ রয়েছে।
রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৪ ডিসেম্বর তার পক্ষে সাবেক যুবদল নেতা মো. আলী হোসেন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আসনটি বিএনপি নেতৃত্বাধীন জোটের জন্য ছেড়ে দেওয়া হয়েছে এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দাখিল করা হলফনামায় দেখা গেছে, রুমিন ফারহানার নামে ধানমন্ডির ল্যাবরেটরি রোডে ৫ কাঠা জমি এবং পাঁচটি ফ্ল্যাট আছে, যা তিনি পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং এর জন্য মূল্য নির্ধারণ করা হয়নি। এছাড়া পুরোনো পল্টনে তার নামে ১ হাজার ২৫৮.৮৮৪ বর্গফুটের একটি সম্পত্তি আছে, যার দাম নির্ধারিত হয়েছে ৬৫ লাখ টাকা। বর্তমানে পেশা হিসেবে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে উল্লেখ করেছেন।
রুমিন ফারহানার হাতে নগদ ৩২ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা রয়েছে। তার কাছে কোনো বিদেশি মুদ্রা নেই, ব্যাংকে জমাকৃত অর্থ নেই, বন্ড, ঋণপত্র বা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ নেই। নিজের নামে কোনো যানবাহন নেই, তবে হাতে ১০ ভরি স্বর্ণ অংলকার আছে। তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি।
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী তার আয়ের পরিমাণ ৯৭ লাখ ১৪ হাজার ১৭৩ টাকা। রুমিন ফারহানার নামে থাকা চারটি ফৌজদারি মামলাও সব নিষ্পত্তি হয়েছে।

































