খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন আজহারী

খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন আজহারী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৩১, ৩১ ডিসেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আজ (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় সম্পন্ন হয়েছে।

জানাজার আয়োজন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করা হয়, যেখানে অংশ নেন লাখাধিক মানুষ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজা পড়ান।

জানাজার সময় খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিতে দেখা যায় জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে। জানাজা শেষে মরদেহ সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এছাড়াও অংশ নেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। জানাজায় লাখো মানুষ দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন, যা সাবেক প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর এক আবেগঘন মুহূর্তে পরিণত হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement